Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইটনা উপজেলায় ই-নামজারি শুরু।
বিস্তারিত

চালু হলো ই-নামজারি
টাউট দালালদের মাথায় বাড়ি।

ইটনা উপজেলার সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রাম ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌছে দেয়ার লক্ষ্যে ইটনা উপজেলা ভূমি অফিসে ই-নামজারি চালু করা হয়েছে।

## আপনার ঘরে বসেই অনলাইনে নামজারির আবেদনের জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন:

## ধাপ: ১। নামজারি আবেদনের জন্য ক্লিক করুনঃ 
www.land.gov.bd >> অনলাইন আবেদন>> নামজারি

## ধাপ: ২। আবেদন এর সঙ্গে যুক্ত করুন (রেকর্ডীয় মালিকের মাধ্যমে হলে):
ক) আবেদনকারির সাইজের ছবি ১ কপি
খ) জাতিয় পরিচয়পত্র/নাগরিক সনদ/পাসপোর্ট-এর ফটোকপি
গ) হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা
ঘ) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান
ঙ) দলিল মূলে মালিক হলে- সাব কবলা/হেবা/বন্টন নামা- দলিলের ফটোকপি 
চ) ওয়ারিশ মূলে মালিক হলে- ওয়ারিশ সনদ 
ছ) আদালতের রায়/ডিক্রি হলে রায়/ডিক্রির কপি (রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতীত)

## ধাপ : ৩। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড পূর্বক আবেদন ফরমটি পূরণ করে দাখিল করুন।
-----------------------------------------------------------------------------------
জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনে নামজারির আবেদন(ই-মিউটেশন) করতে আপনার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে সংযুক্ত তথ্যাদি সঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্ধারিত প্রক্রিয়া অনুসরন করে নামজারি কার্যক্রম সম্পন্ন হবে।
-----------------------------------------------------------------------------------
বি.দ্র. • ই-নামজারির পুরো প্রক্রিয়ার টিউটরিয়াল YouTube এ পাওয়া যাবে। Search: ই-নামজারি অথবা e-mutation
• সহকারী কমিশনার ভূমি ইটনা ফেসবুক একাউন্টেও আবেদনের টিউটোরিয়ালটি পাবেন। এখানেঃ https://web.facebook.com/…/vb.10003551893…/123071928886771/…

• সর্বপোরি ইটনা উপজেলায় ই-নামজারি ও ইটনা উপজেলা ভূমি অফিস এবং তার অধীন যে কোন ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট যে কোন প্রয়োজনে নিম্নবর্ণিত মোবাইল নম্বর ও ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হলো। 
----------------------------------------------------------------------------------
প্রচারেঃ সহকারী কমিশনার (ভূমি)
ইটনা, কিশোরগঞ্জ।
মোবাইলঃ ০১৯৫৮ ৪০০ ৪৩৫
ইমেইলঃ aclanditna@gmail.com
ও 
aclitnakishoreganj@lrb.gov.bd
ওয়েবসাইটঃ http://acl.itna.kishoreganj.gov.bd/
---------------------------------------------------------------------------------
রাখব নিষ্কন্টক জমি-বাড়ি
করব সবাই ই-নামজারি

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/06/2019
আর্কাইভ তারিখ
31/12/2019