Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

মহেশ চন্দ্র গুপ্ত জমিদার বাড়িতে ইটনা উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।  এই উপজেলায় ৮টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। নয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

দপ্তর প্রধানের পদবী:  সহকারী কমিশনার (ভূমি)

কার্যক্রম:

উপজেলা ভূমি অফিসের উল্লেখযোগ্য কাজ হলো ভূমি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণের দায়িত্ব পালন। এছাড়া অন্যান্য দায়িত্ব হলোঃ

নামজারী ও জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রেকর্ড হালকরণ।

রেকর্ড সংশোধন।

খাস জমি ব্যবস্থাপনা।

অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।

সায়রাত মহালের তথ্যাদি সংরক্ষণও ব্যবস্থাপনা।

দেওয়ানী মোকদ্দামা তথ্য বিবরণী প্রস্তুত ও প্রেরণ।

ভূমি উন্নয়ন কর আদায়।

রেন্ট সাটিফিকেট মোকদ্দমা পরিচালনা করা।

গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম।

আবাসন ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন।

মিস মোকদ্দমা পরিচালনা করা।

ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।

অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।

জরিপ কাজের তদারকি ও পরিচালনা করা।

দাবিদারহীন (লা-ওয়ারীশ) সম্পত্তির ব্যবস্থাপনা

সিকস্তি-পয়স্তি জমি ব্যবস্থাপনা

এল এ কেস নিস্পত্তি করণে সহায়তা করা।

হাট-বাজার ব্যবস্থাপনা।

আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন।

PO-96, 98,95

পরিত্যক্ত ভূ-সম্পত্তি জবর দখল/ উচ্ছেদ

সরকারি গাছ-গাছালি সংরক্ষণ / পুরাতন মালামাল সংরক্ষণ

 

উপরোক্ত কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার ভূমি এর অধীনে কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, সমন জারীকারক, চেইনম্যান ও অফিস সহায়কগণ দায়িত্ব পালন করেন ও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করেন।

আওতাধীন অফিস: প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ সকল অফিসে দায়িত্ব পালন করে থাকেন। এক বা একাধিক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ ও অফিস সহায়কগণ তাকে সার্বিক ভাবে সহযোগীতা করেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের দায়িত্ব নিম্নরুপ:

ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়

খাস জমির বিবরণ সংরক্ষণ।

নামজারি ও জমা খারিজ ও জমা একত্রিকরণ কেসের সরেজমিনে তদন্ত।

বিবিধ দাবী আদায়।

মৌজা ম্যাপ সংরক্ষণ।

হাট-বাজার ও জলমহালের টোল আদায় ও খাস আদায়(সরেজমিন তদন্ত ও তদারকি করণ)।

দেওয়ানী মোকদ্দমার তথ্য বিবরণী প্রস্তুত ও আদালতে সাক্ষ্য প্রদান।

সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমির দখল বজায় রাখা(অবৈধ দখলদার চিহ্নিতকরণ,উচ্ছেদের জন্য প্রস্তাব প্রেরণ ও উচ্ছেদ কাজে সহযোগিতা করা)।

সিকস্তি-পয়স্তি জমির বিবরণ সংরক্ষণ।

জমির শ্রেণি হালনাগাদ করণ।

ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়।

পিও ৯৮/৭২, পিও ১০/৮৪ মোতাবেক সিলিং বহির্ভূত জমি চিহ্নিত করণ।

সাটিফিকেট মোকদ্দমার দাবী আদায়/ সাটিফিকেট মোকদ্দমারপ্রস্তাব প্রেরণ।

বিবিধ আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন।

আবাসন/ আশ্রয়ণ/ গুচ্ছগ্রাম/ আদর্শ গ্রাম পরিদর্শন ও তদারকি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ ।

কৃষি ও অকৃষি খাস জমির তদন্ত ও বন্দোবস্তের জন্য প্রস্তাব প্রেরণ ।

আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন ।

এস,এ, কেসের অন্তর্ভুক্ত সম্পত্তি সংরক্ষণ/ অব্যবহৃত সম্পত্তি খাস করণের জন্য প্রস্তাব প্রেরণ ।

নামজারি ও জমাভাগ মোকাদ্দমার মাধ্যমে রেকর্ড সংশোধন ।

সরকারি ও মালিকানাধীন সম্পত্তির রেকর্ডপত্র সংরক্ষণ।

জরিপ কাজে সরকারি সম্পত্তি রেকর্ড করণে সহায়তা করণ।

অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ।

সরকারি গাছ-গাছালি সংরক্ষণ।

দাবিদারহীন (লা-অয়ারিশ) সম্পত্তি চিহ্নিতকরণ ও খাসকরণের জন্য প্রস্তাব প্রেরণ।